ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী | সেমিনার / মহিলা সমাবেশ | কমিউনিটি সভা | শিশু কিশোর ও নারী মেলা |
খন্ড সমাবেশ | অশ্লীলতা বন্ধে সিনেমা হল পরিদর্শন | শব্দ যন্ত্র স্থাপন | কথামালা প্রচার ( মাইকিং) |
আলোচনা সভা | উদ্বুদ্ধ করণ লোক সঙ্গীতানুষ্ঠান | ঊঠান বৈঠক | জনমত প্রতিবেদন |
প্রচার মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রসমূহ
শিশু ও নারী শিক্ষা | স্যানিটেশন | এইচ আই ভি/ এইডস প্রতিরোধ |
শিশু নারীর অধিকার | বার্ড ফ্লু প্রতিরোধ | মাদকের অপব্যবহার রোধ |
জন্ম নিয়ন্ত্রন ও জন্ম নিবন্ধন | সরকারের নানা মুখী উন্নয়ন কর্মকান্ডের প্রচার | বৃক্ষ রোপন |
নিরাপদ মাতৃত্ব | নারী পুরুষের বৈষম্য রোধ | আত্ম ও নতুন কর্মসংস্থান |
টিকাদান কর্মসূচী | বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ | নির্বাচনী প্রচার |
জনগন কিভাবে উপকৃত হবে
জনগনের জীবনমান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সম্পর্কে জেলা তথ্য অফিসের প্রচার কৌশল প্রদর্শনের মাধ্যমে অধিপ্তর ও জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূলপর্যায়ের জনগোষ্টিকে উদ্বুদ্ধ করেন। এর মাধ্যমে সাধারণ মানুষ জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকে।
কিভাবে সেবা পাওয়া যায়
গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা ,জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি , শিক্ষক , ধর্মীয় নেতা কমিউনিটি লিডারদের অন্তর্ভুক্তি করা হয় । তাদের মাধ্যমে / সরাসরি জেলা তথ্য অফিসে যোগাযোগ করে সাধারণ মানুষ এ অফিসে সেবা গ্রহন করতে পারে।
সেবা গ্রহনের ক্ষেত্রে যোগাযোগ ঠিকানা
মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা ফোন-০২-৯৩৪৭০০৫
জেলা তথ্য অফিসার জেলা তথ্য অফিস, মেহেরপুর ফোন -০৭৬১-৬৩১৪১ মোবইল -০১৬৮৩২৫১৪৯৯ |
আপনার এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে জেলা তথ্য অফিসের সাহয্য নিন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS